মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিনের আদেশ মঙ্গলবার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০১৯ ১৩:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৬ বার।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মানহানির দুই মামলায় জামিন হবে কি-না মঙ্গলবার (১৮ জুন) তা নিশ্চিত হওয়া যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে এনে দায়ের করা এই দুই পৃথক মামলায় খালেদা জিয়ার করা আবেদনের ওপর আগামীকাল আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। খবর যুগান্তর অনলাইন 

খালেদা জিয়ার আবেদনের ওপর সোমবার শুনানি নেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। শুনানি শেষে আগামীকাল আদেশের দিন ধার্য করেন আদালত।

আইনজীবী এ জে মোহাম্মদ আলী বিএনপির চেয়ারপারসনের পক্ষে শুনানি করেন আর। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান।আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে এনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৪ সালের ২১ অক্টোবর আদালতে নালিশি মামলা করেন। দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মামলা করেন তিনি। অন্য মামলায় গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে বন্দি রয়েছেন খালেদা জিয়া।