সারিয়াকান্দিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ: দীঘলকান্দি এবং খোর্দ্দবলাইল চ্যাম্পিয়ন

সারিয়াকান্দি উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৮ বার।

সারিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে খোর্দ্দবলাইল সরকারি প্রাথমি বিদ্যালয় পৃথক দু’টি গ্রুপে চ্যাম্পিয় হয়েছে। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ওই দু’টি দল জেলা পর্যায়ে খেলার সুযোগ পাবে।
সোমবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত দু’টি খেলায় রানার আপ হয়েছে যথাক্রমে নওখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বিজয়ী দু’টি দলকে পুরষ্কৃত করেন।
আয়োজকরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের ছেলে শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় প্রথমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে নওখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এরপর অনুষ্ঠিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে খোর্দ্দবলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিপক্ষ নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা। উপস্থিত ছিলেন, উপজেলা আওঅমী লীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল আলম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।