ঢাকায় চুক্তি স্বাক্ষর

জাপানে চিকিৎসকসহ কয়েক হাজার জনবল পাঠাবে টিএমএসএস

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ জুন ২০১৯ ১১:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮১ বার।


জাপানের ‘সাগিট্টারিয়াস জাপান কোম্পানি’ নামে একটি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে বেসরকারি সংস্থা টিএমএমএসের মাধ্যমে আগামী বছরগুলোতে কয়েক হাজার দক্ষ জনশক্তি নিবে। গত সোমবার ঢাকায় দু’টি প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বগুড়ায় টিএমএসএস ফাউন্ডেশন অফিসের প্লানিং রিসার্চ অ্যান্ড পাবলিকেশন (পিআরপি) বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 
টিএমএসএস পিআরপি বিভাগের কর্মকর্তা কায়সার পারভেজ কল্লোল জানান, দ্বিপক্ষীয় ওই চুক্তিতে সাগিট্টারিয়াস জাপান কোম্পানি লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টাকু হারাদা এবং টিএমএসএসের আইসিটি বিভাগের পরিচালক নিগার সুলতানা দ্বি-পক্ষীয় ওই চুক্তিতে স্বাক্ষর করেন।
কায়সার পারভেজ কল্লোল জানান, চুক্তি অনুযায়ী টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সির (টিএনআরএ) মাধ্যমে জাপানি ওই প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে কেয়ারগিভার, অটোমোবাইল টেকনিশিয়ান, এগ্রিকালচার ওয়ার্কার, আইটি প্রফেশনাল এবং এমবিবিএস ডিগ্রীধারী চিকিৎসকদের নিয়োগ দেবে। তারই অংশ হিসেবে প্রথম ধাপে চিকিৎসকসহ উল্লেখিত আরও ৪টি খাতের অন্তত ২০০ জনবল নেবে। চুক্তি অনুযায়ী নির্বাচিত জনবলকে জাপানে থাকা-খাওয়া, চিকিৎসা, বীমাসহ অভিবাসনের সব ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে। প্রথম পর্যায়ের প্রেরিত জনবলের জাপানে অবস্থানের সফলতার উপর ভিত্তি করে জাপানী ওই প্রতিষ্ঠান পর্যায়ক্রমে আরও জনবল নিয়োগ দেবে।
প্রথম ধাপের জনবল কবে নাগাদ জাপানে যাওয়ার সুযোগ পাবে এমন এক প্রশ্নের জবাবে টিএমএসএসের পিআরপি বিভাগের কর্মকর্তা কায়সার পারভেজ কল্লোল বলেন, নির্বাচিত জনবলকে প্রথমে তিনমাসের জন্য জাপানি ভাষা শিক্ষা দেওয়া হবে। এরপর তাদেরকে পাঠানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের শুরুতেই তাদেরকে জাপানে পাঠানো সম্ভব হবে।