কিমের দেশে চীনা প্রেসিডেন্টের ‘বিরল’ সফর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০১৯ ০২:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫১ বার।

জি২০ সম্মেলনের আগে রাজনীতির বৈশ্বিক খেলা রীতিমতো জমে উঠল। ১৪ বছরের ভেতর প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন শি জিনপিং। 

মার্কিন গণমাধ্যম সিএনএন এই সফরকে ‘বিরল’ বলে আখ্যায়িত করেছে। বিবিসি লিখেছে, ধারণা করা হচ্ছে বৃহস্পতিবারই ‘বিশেষ’ এই ‘ঐতিহাসিক’ সফরে দেখা হবে দুই নেতার। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর শি’র এটাই প্রথম উত্তর কোরিয়া সফর। দেশটিতে দুই দিন থাকবেন তিনি।

১৫ মাস আগে হঠাৎ করে কিম বেইজিংয়ে গিয়ে শি’র সঙ্গে দেখা করেন। এরপর গত জানুয়ারিতেও দেশটিতে যান। সেখানে শিকে নিজের দেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে আসেন। শি যাবেন কি না, সেটি নিয়ে এতদিন সন্দেহ ছিল।

বিশ্লেষকেরা বলছেন, এই সফর কোনোভাবেই কাকতালীয় নয়। কেননা আসছে সপ্তাহে জাপানে জি২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার নেতারা আলোচনায় বসবেন। তার আগে যে যার মতো বিভিন্ন জনের সঙ্গে ‘বন্ধুত্ব’ করে নিতে চাইছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, সম্মেলনে আলাদা করে তিনি শি’র সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। হতে পারে উত্তর কোরিয়ার বহুল আলোচিত পরমাণু অস্ত্র বিষয়ক আলোচনা।