বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ জুন ২০১৯ ১২:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৪২ বার।

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার বগুড়ায় রেলওয়ে স্টেশন সমাবেশ করা হয়েছে। রেলওয়ে শ্রমিক লীগ বগুড়া শাখা আয়োজিত শ্রমিক সমাবেশে বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতা, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠুসহ বিভিন্ন রাজনৈতিক দল, চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ এবং রেলওয়ের শ্রমিক-কর্মচারীরা বক্তৃতা করেন।  বক্তারা গুরুত্বপূর্ণ ওই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানান।
উত্তরাঞ্চলে যোগাযোগ খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পটি ২০১৮ সালের ৩০ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়। বগুড়া থেকে সিরাজগঞ্জ এবং বগুড়ার কাহালু থেকে প্রস্তাবিত রাণীরহাট রেলওয়ে জংশন পর্যন্ত ৮৪ কিলোমিটার ডুয়েলগেজ রেল লাইন নির্মাণে ব্যয় ধরা হয় ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় ঋণে প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও এখন পর্যন্ত পরামর্শক এবং প্রকল্প পরিচালক নিয়োগ না হওয়ার কারণে কোন কাজই দৃশ্যমান হচ্ছে না।
প্রকল্পটি বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী শ্রমিক সমাবেশে বগুড়া-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতা বলেন, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মিত হলে যোগাযোগ খাতে বিপ্লব সূচিত হবে। এজন্যই প্রকল্পটি নেওয়া হয়েছে। জনগণের সমর্থন পেলে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু বলেন, রেল ভ্রমণ অত্যন্ত নিরাপদ। বগুড়া থেকে সিরাজগঞ্জ রেলপথ নির্মিত হলে একদিকে যেমন নিরপদে দ্রুত রাজধানী ঢাকায় যাওয়া-আসা যাবে তেমনি খরচও অনেক কম হবে। বগুড়া জেলা রেলওয়ে শ্রমিক লীগ সভাপতি বেঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও (সিপিবি) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মাহফুজুল ইসলাম রাজ।