অনার্স প্রথম বর্ষ ভর্তির মেধা তালিকা প্রকাশ ২৭ সেপ্টেম্বর

দৈনিক শিক্ষাঃ
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৬০ বার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তির ১ম মেধা তালিকা  আগামী ২৭ সেপ্টেম্বর প্রকাশিত হবে। মঙ্গলবার  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতথ্য জানিয়েছে।

 ২৭ সেপ্টেম্বর রাত ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) এ মেধা তালিকা প্রকাশিত হবে। এছাড়া এসএমএসের মাধ্যমে বিকেল ৪টা থেকে ফল পাওয়া যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে nu<space>athn<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। 

মেধা তালিকায় স্থান প্রাপ্তরা ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) গিয়ে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে পারবেন। 

২৯ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন ফিয়ের টাকাসহ চুড়ান্ত ভর্তি ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি  ৪৮৫টাকা নির্ধারিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চয়ন করতে পারবেন বলেও জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।