ইন্দোনেশিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকম্প

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০১৯ ০৭:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১২ বার।

ইন্দোনেশিয়ার বান্দ্রা উপকূলের কাছে একটি দ্বীপে সোমবার ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও জানা যায়নি। তবে ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে, তা সুদূর বালি- এমনকি অস্ট্রেলিয়ার ডারবিন শহর থেকেও অনুভব করা গেছে। খবর এনডিটিভি ও দ্য ট্রেইট টাইমসের।

হাওয়াইয়ে অবস্থিত প্যাসিফিক সুনামি সতর্ক কেন্দ্র জানিয়েছে, সুনামির আশঙ্কা না থাকায় এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি।