চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলা

হামলার সময় কেউ এগিয়ে আসেনি: রিফাতের স্ত্রী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০১৯ ১৩:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩১ বার।

‘হামলার সময় কেউ এগিয়ে আসেনি। আমি শত চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারিনি। আমার সামনেই সন্ত্রাসীরা আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।’ কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বললেন রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা। বৃহস্পতিবার সকালে বরগুনা পুলিশ লাইনের কাছে বাবার বাড়িতে সাংবাদিকদের কাছে এসব বলেন তিনি। খবর দেশ রুপান্তর।

আয়েশা সিদ্দিকার দাবি, “নয়ন, রিশান ফরাজী ও রিফাত ফরাজী এই হামলা চালিয়েছে। নয়ন বিভিন্ন সময় আমাকে বিরক্ত করত, এসব ঘটনা পরিবারকে না জানাতে আমাকে হুমকিও দিত।”

রিফাতের প্রতিবেশী হালিম বলেন, “এলাকায় ভদ্র ছেলে হিসেবে পরিচিত ছিলেন রিফাত। তাকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা দুঃখজনক। আমরা এর বিচার চাই।”

বুধবার সকালে বরগুনার কলেজ সড়কের ক্যালিক্স কিন্ডার গার্টেনের সামনে স্ত্রীর আয়েশা সিদ্দিকার সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়।

এদিন রাতেই রিফাতের বাবা ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা সদর থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় চন্দন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।