পিরোজপুর কারাগারে নাস্তায় নতুন মেন্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০১৯ ১৫:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫১ বার।

সরকারের কারা অধিদফতর এই প্রথম সারা দেশের জেলা কারাগারগুলোর বন্দিদের জন্য সকালের খাবারে আমূল পরিবর্তন এনেছেন। পূর্বে বন্দিদের সকালের নাস্তায় রুটি গুড়ের প্রচলন ছিল। এখন দেয়া হচ্ছে হালুয়া, খিচুরি, ডিম ও সবজি। খবর যুগান্তর অনলাইন 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পিরোজপুর জেলা কারাগারের ৩৫২ জন বন্দীদের মাঝে উন্নতমানের এই সকালের নাস্তা বিতরণের মাধ্যমে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। 

এ সময় জেল মো. সুপার শামীম ইকবালসহ জেলা কারাগারের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ও জেল সুপার পরে জেলা কারাগারের অভ্যন্তরে আবাসিক ভবন এলাকায় ৫০০টি বিভিন্ন জাতের ফল, ফুল ও ঝাউ গাছের চারা রোপণ করেন।