গণঅভ্যুত্থান ছাড়া এই দেশের মুক্তি মিলবে না: মান্না

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০১৯ ১৪:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০০ বার।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, গণঅভ্যুত্থান ছাড়া এই দেশের মুক্তি মিলবে না।

শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে ‘জাতীয় রাজনীতি: গণতন্ত্রের মুক্তির কোন পথে’ শীর্ষক এক নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন। খবর দেশ রুপান্তর।

তিনি বলেন, সংসদে যারা গেছেন, তাদের দুই মিনিট সময় দেওয়া হয়। এক মিনিট পার হলেই মাইক বন্ধ করে দেওয়া হয়। আর বক্তব্য দেওয়ার আগে তাদের উদ্দেশে স্পিকার বলেন, কোনও অপ্রাসঙ্গিক বক্তব্য দেবেন না। তাই বলি, গণঅভ্যুত্থান ছাড়া এই দেশের মুক্তি মিলবে না।

আওয়ামী লীগের সাবেক এ নেতা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দে‌শে গণতন্ত্র প্র‌তিষ্ঠা কর‌তে হ‌লে রাজপ‌থের আন্দোলন কর‌তে হ‌বে। আজ থেকে কত দিন পর আপনারা রাস্তায় আন্দোলন করতে পারবেন, রাজপথের লড়াইয়ে আসতে পারবেন? আমি জানি, আমার এই প্রশ্নের উত্তর যারা বিএনপিকে নেতৃত্ব দেন তারা নিজেরাও জানেন না।

বিরোধী সব দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন যে যার দলকে গোছাই। তারপর আন্দোলনে না‌মি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি।

মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে অনেক প্রকার সংগঠন আছে। কিছুদিন আগে নুসরাতকে নির্মমভাবে হত্যা করা হলো, তখন দেশের সব নারী রাস্তায় নামতে পারলেন না। সম্প্রতি রিফাত নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হলো, দেশের যুবসমাজ এর প্রতিবাদে নামতে পারলেন না। শুধু রাজনৈতিক দলের উপর ভরসা করে থাকলে দেশে বাক-স্বাধীনতা, গণতন্ত্রের মুক্তি আসবে না।

সংলাপে আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।