এরশাদের শারীরিক অবস্থা ভালো নয়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০১৯ ০৪:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩১ বার।

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার অবস্থা খুব বেশি ভালো নয়।

সাবেক এই রাষ্ট্রপতিকে অক্সিজেনের সাহায্যে শ্বাস-প্রশ্বাস নিতে হচ্ছে বলে সোমবার সকালে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।

তিনি বলেন, “জাপা চেয়ারম্যানের শরীরের অবস্থা খুব বেশি ভালো নয়। তাকে অক্সিজেনের সাহায্যে শ্বাস-প্রশ্বাস নিতে চিকিৎসকেরা ব্যবস্থা গ্রহণ করেছেন।”

এর আগে রবিবার দিবাগত রাতে সাবেক এই সামরিক শাসকের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত ২৬ জুন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন এরশাদ।

সাবেক এই রাষ্ট্রপতি বেশ কয়েক মাস ধরেই অসুস্থ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার রক্তে হিমোগ্লোবিন ঘাটতির কথা জানান চিকিৎসকরা। পরে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়ে আসেন এরশাদ। তাতেও পুরোপুরি সেরে ওঠেননি তিনি।

অসুস্থতার জন্য এরশাদ তার দলের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেও যোগ দিতে পারছেন না।

রংপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর হুইলচেয়ারে জাতীয় সংসদে শপথ নিতে গিয়েছিলেন তিনি।

ঈদুল ফিতরের আগে গুলশানের ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে এক ইফতার মাহফিলে আসেন এরশাদ। সেটাই ছিল তার জনসম্মুখে শেষ আসা। এরই মধ্যে ট্রাস্ট গঠন করে তাতে তার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি দান করেছেন।