রুপালী ব্যাংকের রুয়েট শাখায় গার্ডের গলায় ছুরি চালিয়ে ডাকাতির চেষ্টা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০১৯ ০৫:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৭ বার।

 

রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা রুপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা হয়েছে। 

 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকের এ ঘটনার সময় ব্যাংকের এক নিরাপত্তা প্রহরীকে গলায় ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়।  খবর সমকাল।

 

আশঙ্কাজনক অবস্থায় লিটনকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ বিষয়ে রুয়েট শাখা রূপালী ব্যাংকের ম্যানেজার সোয়াইবুর রহমান খান বলেন, আশঙ্কাজনক অবস্থায় ব্যাংকের গার্ড লিটন রাতে তাকে ফোন করে বলেন- ডাকাতরা ব্যাংকে ডাকাতি করতে এসেছে। আমাকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে তারা। আমাকে বাঁচান স্যার।

 

তিনি আরও বলেন, গার্ডের ফোন পেয়ে মতিহার থানার ওসিকে ফোন করা হয়েছে। এরপর ঘটনাস্থলে এসে পুলিশ লিটনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

সোয়াইবুর রহমান খান বলেন, ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে একজন ডাকাত মুখোশ পরে ব্যাংকের তালা কেটে ব্যাংকের ভেতরে ঢোকে। এরপর ডাকাত তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে গার্ড রুমে গিয়ে লিটনকে জবাই করার চেষ্টা করেন। এরপর ডাকাত ব্যাংকের সকল সিসি টিভি ক্যামেরা ডিসকানেক্ট করে ফেলে। এরপর ডাকাত ব্যাংকের ভোল্ট ভাঙ্গার চেষ্টা করে। কিন্তু সে ভোল্ট ভাঙ্গতে পারেনি।

 

এঘটনায় মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, বর্তমানে পিবিআই ও সিআইডি ঘটনা তদন্ত করছে। এ ঘটনায় জড়িতদের যত দ্রুত সম্ভব খুঁজে বের করা হবে।