‘ঢাকার দুই মাদক ব্যবসায়ী’র গুলিবিদ্ধ লাশ কক্সবাজারের পাহাড়ে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০১৯ ০৯:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭১ বার।

কক্সবাজার শহরের কলাতলী থেকে অজ্ঞাত দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজন ঢাকার শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী বলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দাবি করেছে।

সোমবার দুপুরের দিকে শহরের কলাতলী বাইপাস সড়কের কাটা পাহাড় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ৪০০ পিচ ইয়াবা, ২টি অস্ত্র ও ৪ রাউন্ড গুলি পাওয়া গেছে।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, মরদেহ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুপুর ১২টার দিকে শহরের কলাতলী বাইপাস সড়কের পাশে কাটা পাহাড় নামক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। খবর দেশ রুপান্তর অনলাইন

পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে, তারা দুজন মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী। মাদক বিক্রির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ে তারা মারা গেছেন। মরদেহ দুটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওসি।

এদিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির স্ক্রলে বলা হয়, মরদেহ দুটি রাজধানী ঢাকার খিলক্ষেত এবং শাজাহানপুরের দুই শীর্ষ মাদক ব্যবসায়ীর।