গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বগুড়া বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

আকতারুজ্জামান সোহাগ
প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৮ ০৮:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৯ বার।


ঢাকা সহ বিভিন্ন জেলায় গ্রেফতার বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে সংগঠনের নেতা-কর্মীরা।রোববার  সকাল ১১ টায় শহরের সাতমাথায় অনুষ্ঠিত ওই কর্মসূচীতে বক্তারা অভিযোগ করেন, সরকার অন্যায়ভাবে নির্যাতন-নিপীড়ন,গ্রেফতার,হয়রানিমূলক মামলা দিয়ে সারাদেশে এক ভয়াভহ পরিস্থিতি সৃষ্টি করেছে। শান্তিপূর্ণ সভা, সমাবেশে,মিছিল,মানববন্ধন কর্মসূচিতে বাধা প্রদানসহ  আক্রমণ করা হচ্ছে। যা সুষ্ঠু গণতান্ত্রিক দেশে হতে পারে না।


কর্মসূচিতে বক্তারা বলেন , ’গত ২০ সেপ্টেম্বর সারাদেশে কেন্দ্রীয় বাম গণতান্ত্রিক জোট নির্বাচন কমিশন অফিসের অভিমুখে শান্তিপূর্ণ মিছিল বের করে। কিন্তু সেখান থেকে পুলিশ মিথ্যা মামলা দিয়ে আমাদের কর্মীদের গ্রেফতার করে জেলে প্রেরণ করে। এই ধরণের কাজের তীব্র নিন্দা জানাই।'


বক্তারা আরও বলেন,’ সাতক্ষীরায় বাম গণতান্ত্রিক জোটের শান্তিপূর্ণ কর্মসূচি থেকে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার এবং মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। এমনকি তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পরিকল্পিতভাবে নাশকতামূলক কার্যকলাপের উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়ার মিথ্যা অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, সংগঠনের  গ্রেফতারকৃত নেতাদেরকে বিএনপির উচ্ছৃঙ্খল বলে লিপিবদ্ধ করা হয়েছে। অন্যদিকে বলা হয়েছে তাদের হাতে বাম গণতান্ত্রিক জোট লেখা ব্যানার এবং হ্যান্ড বিল পাওয়া গেছে। যার কোন ভিত্তি নেই বলে দাবী করেন সংগঠনের নেতা-কর্মীরা।
ওই কর্মসূচিতে বক্তব্য রাখেন,  বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক জিন্নাতুল ইসলাম জিন্না, অ্যাড সাইফুল ইসলাম পল্টু,সন্তোষ পাল এবং আমিনুল ইসলাম।