চিকিৎসা খরচ মেটাতে নোবেল পদক বেঁচলেন পদার্থবিজ্ঞানী

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৮ ১৫:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯১ বার।
পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন লিও লিডারম্যান। তবে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক ২০১৫ সালে নিজের চিকিৎসার খরচ মেটাতে ওই নোবেল পদক নিলামের মাধ্যমে বিক্রি করেন। পদক বিক্রি বাবদ তিনি ৭ লাখ ৬৫ হাজার ডলার পান। খবর দ্য ইনসাইডার।

বুধবার তিনি ৯৬ বছর বয়সে মারা গেছেন। সাব-অ্যাটমিক পার্টিকলস নিয়ে গবেষণার জন্য নোবেল পেয়েছিলেন তিনি। 

১৯৮৮ খ্রিস্টাব্দে মুওন নিউট্রিনো নামে সাবঅ্যাটমিক পার্টিকল আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তিনি সহ ৩ বিজ্ঞানী বিশ্বের সবচেয়ে মর্যাদাবান এই পদক লাভ করেন। বিশেষ করে হিগস বোসন পার্টিকল আবিষ্কারের জন্য খ্যাতি আছে এই অধ্যাপকের। তিনিই একে ‘গড পার্টিকল’ হিসেবে আখ্যা দেন, যা পরবর্তীতে বেশ জনপ্রিয় হয়। 

এপির খবরে বলা হয়, নোবেল পদকের সঙ্গে যেই অর্থ পুরষ্কার পেয়েছিলেন লিডারম্যান তা তিনি আইডাহোতে একটি লগ কেবিন কিনতে ব্যয় করেন।

তার স্ত্রী এলেন কার জানান, ২০১১ খ্রিস্টাব্দে লিডারম্যানের স্মৃতিশক্তি লোপ পেতে থাকলে তারা ওই কেবিনে আনুষ্ঠানিকভাবে পাড়ি জমান।

ডিমেনশিয়া রোগে আক্রান্ত থাকা অবস্থায় চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন ছিল তার। নিউ ইয়র্ক টাইমস জানায়, এরপরই তিনি একটি অনলাইন নিলাম কোম্পানির মাধ্যমে নিজের নোবেল পুরষ্কার বিক্রি করেন।

৯৬ বছর বয়সে তিনি আইডাহোতে একটি নার্সিং হোমে মারা যান তিনি। আমেরিকায় নাগরিকদের জন্য মেডিকেয়ার নামে স্বাস্থ্যবীমা চালু রয়েছে। পয়ষোট্টির্ধ্ব বহু নাগরিকই এই বীমার আওতায় আছেন। তবে নার্সিং হোমে দীর্ঘদিন অবস্থানের খরচ এই বীমার আওতায় মেটানো যায় না। একটি নার্সিং হোমে প্রতি মাসে থাকার গড় খরচ প্রায় ৭৬৯৮ ডলার।