কোরবানিতে বগুড়ার পশু হাটে থাকবে ৬৪টি ভ্যাটেনারি মেডিকেল টিম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ জুলাই ২০১৯ ০৮:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৮ বার।

কোরবানী ঈদকে সামনে রেখে  বগুড়ায় বিভিন্ন পশু হাটে ৬৪টি ভ্যাটেনারি মেডিকেল টিম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে এক বিশেষ সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও সদর উপজেলায় পশু হাটে ৫ টি মেডিকেল টিম রাখা হবে বলে  জানিয়েছেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।

প্রাণি সম্পদ কর্মকর্তা আরও জানান, জেলার পশু হাটাগুলোতে তাদের টিম মনিটরিং এর জন্য সব সময় সক্রিয় ভুমিকা রাখবে। পশু হাটে যেন কোন অসুস্থ পশু কেও বিক্রি করতে না পারে সেদিকেও তাদের অবস্থান কঠোর থাকবে।

ওই সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল ইসলাম, যুব উন্নয়ন বগুড়ার উপ-পরিচালক ধীরাজ চন্দ্র সরকার, সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের ডাঃ সুবেল মোঃ শামসুদ্দিন ফিরোজ, জেলা মৎস্য অধিদপ্তরের আতিয়া সুপতানা এবং জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের সহকারি পরিচালক ডাঃ সাজেদুল ইসলাম।