সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তি দরকার: ইনু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ অগাস্ট ২০১৯ ১০:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।

 

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ২০০৯ থেকে ২০১৮ সাল ছিল রাজনৈতিক শান্তি ও স্থিতিশীলতা অর্জন এবং উৎপাদন-উন্নয়নের যুদ্ধ পর্ব। ২০১৯ সালে রাজনীতির নতুন পর্ব শুরু হয়েছে, সুশাসনের জন্য যুদ্ধ পর্ব। লুটেরা, দুর্নীতিবাজ, মাস্তান ও গুণ্ডাদের সিন্ডিকেটের ঘাঁটি ও খুঁটি ধ্বংস করে দিতে হবে। যারা আইন-কানুন এবং রাষ্ট্র-সরকার কোনো কিছুর তোয়াক্কা করছে না- এমন বেপরোয়াদের শায়েস্তা করতেই সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তি দরকার। খবর সমকাল।

 

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ ঘোষিত দেশব্যাপী 'সুশাসন দিবস'-এর কেন্দ্রীয় কর্মসূচিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে হাসানুল হক ইনু এসব কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্র ও প্রশাসনের স্তরে স্তরে জবাবদিহি, দায়িত্বহীনতা ও দুর্নীতির কারণে মানুষের দুঃখ-কষ্ট ও দুর্ভোগ বাড়ছে। রাষ্ট্র-প্রশাসনের সব স্তরে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য সব দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী ও জনগণকে সোচ্চার হতে হবে।

 

ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত এবং বন্যাকবলিত মানুষের ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও মানুষ বাঁচাতে সবাইকে একসঙ্গে মাঠে নামতে হবে।

 

হাসানুল হক ইনুর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কেন্দ্রীয় নেতা মীর হোসাইন আখতার, আফরোজা হক রীনা, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরী, সফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, সাইফুজ্জামান বাদশা, মাইনুর রহমান, ইদ্রিস ব্যাপারী, আহসান হাবিব শামীম প্রমুখ।