বিশ্ব হাত ধোয়া দিবসঃ রেড ক্রিসেন্ট সদস্যরা বগুড়ায় পথশিশুদের হাত ধুয়ে দিলেন

মুজাহিদুল ইসলাম জাহিদ
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮ ১২:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০০ বার।

বিশ্ব হাত ধোয়া দিবসে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও পথশিশুদের সাবান দিয়ে ধুয়ে দিলেন রেড ক্রিসেন্ট সদস্যরা। সোমবার সকালে ওই প্রতিষ্ঠানের বাস্কেট গ্রাউন্ডে ওই কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাজাহান আলী।

সকাল ১১টার দিকে প্রধান অতিথি এক পথ শিশুর হাত সাবান দিয়ে ধুয়ে দেওয়ার মাধ্যমে কর্মসূচীর সূচনা করেন। পরবর্তীতে রেড ক্রিসেন্ট সদস্যরা অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং ক্যাম্পাসে উপস্থিত অপরাপর পথশিশুদেরও হাত ধুয়ে দেন। এ সময় তারা পরিচ্ছন্ন থাকার নানা দিক এবং এর গুরুত্ব তুলে ধরেন। কর্সূচীতে দল নেতা শামীম হোসেন, বিরল, হারেজসহ অন্তত কুড়িজন রেডক্রিসেন্ট সদস্য অংশ নেন।

হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ১৫ অক্টোবর বিশ্বের দেশে দেশে হাত ধোয়া দিবস পালন করা হয়। ২০০৯ সাল থেকে বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে। ইউনিসেফের মতে বিশ্বে ডায়রিয়া ও নিউমোনিয়ায় সবচেয়ে বেশি শিশু মারা যায়। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে তাদের বড় একটি অংশকে রোগ থেকে রক্ষা করা সম্ভব। এছাড়াও হাতের লোমকূপের গোড়ায় এক বর্গমিলিমিটারে ৫০ হাজার জীবাণু থাকতে পারে যা খালি চোখে দেখা যায় না। সারাদিনের কাজে নানা বস্তু স্পর্শ করার মাধ্যমে এসব জীবাণু হাতে আসে। এই হাতে অন্যজনকে স্পর্শ করলে, তার কাছেও জীবাণু ছড়ায়। তাই ময়লা-আবর্জনা স্পর্শ করার পর, হাত দিয়ে নাক ঝাড়লে অবশ্যই সাবান বা জীবাণুনাশক দিয়ে হাত ধুতে হবে। শৌচকর্মের পরে ও খাওয়ার আগে জীবাণুমুক্ত করতে হাত ধুতে হবে। 

সোমবার কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাজাহান আলী বলেন, হাত ধোয়ার মতো সাধারণ অভ্যাস গড়ে তুলতে পারলে শিশুদের আমাশয়, টাইফয়েড, জন্ডিস, ডায়রিয়া ও কৃমির মতো রোগের সংক্রমণের আশঙ্কা কমে যায়। তাই রোগ-জীবানু থেকে বাঁচতে সবার সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোঁয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শার্মিলা তানজিলা লিজা। আরও উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ফারুক আহম্মেদ ও ইংরেজি বিভাগের প্রভাষক রেজাউল করিম।