বিএনপির সাবেক মন্ত্রীর বাড়িতে রাতভর তাণ্ডব

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ অগাস্ট ২০১৯ ১৫:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৭ বার।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রতিমন্ত্রী হারুণ আল রশিদের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে রাতভর তাণ্ডব চালান হয়েছে। মঙ্গলবার রাতে বুলডোজার দিয়ে তার বাড়ির সীমানা প্রাচীর ও বাড়ির ভেতরের স্থাপনা গুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বাড়ির ভেতরের গাছও কেটে ফেলা হয়। ওই ভবনে অবস্থিত মডার্ন এক্স-রে ও প্যাথলজি ক্লিনিক নামে ভাড়া নেয়া প্রতিষ্ঠানের বিভিন্ন মালামালও লুট হয়। খবর দেশ রুপান্তর।

হারুন আল রশিদ ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি সরকারের ত্রাণ ও পূনর্বাসন প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন। বর্তমানে কানাডা প্রবাসী রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টা থেকে আড়াইটার দিকে প্রায় শতাধিক লোক বুলডোজার নিয়ে ভাঙচুর শুরু করে। মডার্ন এক্স-রে ও প্যাথলজি ক্লিনিকের এক্স-রে টেকনিশিয়ান শফিক মিয়া জানান, তাদের বাধা দিতে গেলে পৌরসভা থেকে এসেছেন বলে জানান। 

ক্লিনিকের পরিচালক আজিজুল হক জানান, ক্লিনিকের দুটি ফটক, একটি জেনারেটর, একটি আল্ট্রাসনোগ্রাফি মেশিন ও একটি এসি ট্রাকে করে নিয়ে গেছে তারা। 

এ ছাড়া ক্লিনিকের তিনটি জেনারেটর, সাতটি এসি, একটি আলট্রাসনোগ্রাফি মেশিন ও পাঁচটি কম্পিউটার নষ্ট হয়ে গেছে। 

বুধবার বেলা ১১টার পর ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবীর ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবীর জানান, পুলিশ তদন্ত শুরু করেছে। মামলা দিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

এর আগে সকাল ১০টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা বিএনপির সভাপতি সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক জহিরুল হক, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক এ বি এমন মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সকালে ঘটনাস্থলে আসেন।