মোটরসাইকেল কেনার পরদিনই সড়ক দুর্ঘটনায় নিহত কলেজছাত্র

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ অগাস্ট ২০১৯ ০৭:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৬ বার।

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ড্রেনে পড়ে ইব্রাহিম হোসেন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার সকালে লক্ষ্মীপুর পৌর শহরের জেবি রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম দালাল বাজার ডিগ্রি কলেজের একাদ্বশ শ্রেণির ছাত্র ও পৌরসভার বাঞ্চানগর এলাকার বাবুল মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, প্রবাস ফেরত বাবা নতুন মোটরসাইকেল কিনে দেয়ার ১২ ঘণ্টার মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ছেলে। এর আগে বাবার কাছে মোটরসাইকেলের আবদার করে ইব্রাহিম। ঠিকমত গাড়ী চালাতে না পারলেও ছেলের আবদার রক্ষায় শনিবার বিকালে তাকে কিনে দেওয়া হয় একটি নতুন মোটরসাইকেল। ভোরে সেটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ইব্রাহীম। পরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া জানান, কলেজছাত্র অদক্ষ চালক ছিল। তাছাড়া হেলমেটবিহীন অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সে মারা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর পর পরিবারের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে।