চলন্তিকা বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারকে বিএনপির অর্থ সহায়তা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ অগাস্ট ২০১৯ ১৩:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯০ বার।

আগুনে পুড়ে যাওয়া মিরপুরের ঝিলপাড়ের চলন্তিকা বস্তিতে ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারের নারী-শিশুদের মাঝে অর্থ সহায়তা দিয়েছে বিএনপি। রোববার তিনটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে গঠিত নারী ও শিশু অধিকার ফোরাম থেকে এ অর্থ সহায়তা দেয়া হয়। খবর দেশ রুপান্তর 

সংগঠনের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও সদস্যসচিব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে এই অর্থ সহায়তা দেওয়া হয়। এ সময় ঢাকা-১৪ থেকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নেওয়া এস এ সাজু তাদের সঙ্গে ছিলেন।

পরে নিপুণ রায় উপস্থিত সাংবাদিকদের জানান, আমরা ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারের মহিলা ও শিশুদের অর্থ সহায়তা দিয়েছি। আমাদের এই কাজে উৎসাহ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেশের সামর্থ্যবান মানুষদের প্রতি আহ্বান জানাব এসব নিঃস্ব পরিবারের পাশে দাঁড়াতে।

এই কর্মসূচিতে আরও অংশ নেন ফোরামের নেতা বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নি প্রমুখ।