৯৯৯ অভিযোগে ধুনটে আটক ৫ জুয়াড়ি

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অগাস্ট ২০১৯ ১১:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৯ বার।

বগুড়ার ধুনট উপজেলায় ন্যাশনাল হেল্প ডেস্কের ‘৯৯৯’ কল করে অভিযোগ করার পর ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের গোপালনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে সোলাইমান আলী, মকবুল হোসেনের ছেলে আবুল কালাম, কৈয়াগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে আলমগীর হোসেন, মানিকপোটল গ্রামের আজিজার রহমান মন্ডলের ছেলে শফিকুল মন্ডল ও মৃত বাদশা মিয়ার ছেলে মঞ্জু মিয়া।

ধুনট থানার এসআই নুরুজ্জামান জানান, ভান্ডারবাড়ী ইউনিয়নের গোপালনগর গ্রামে একদল জুয়াড়ি জুয়া খেলছিল। ওই এলাকার জনৈক ব্যক্তি ৯৯৯ এ কল করে এ বিষয়ে অভিযোগ করেন। পরে ন্যাশনাল হেল্প ডেস্ক থেকে বিষয়টি ধুনট থানাকে অবগত করা হয়। এরপর ধুনট থানা পুলিশ বুধবার ভোররাতে সেখানে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে। এসময় জুয়ার বোর্ড থেকে ২হাজার ৩৫০টাকা ও ১বান্ডিল তাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।