নানা আয়োজনে বগুড়ায় 'জাতীয় নিরাপদ সড়ক দিবস' পালিত

মুজাহিদুল ইসলাম জাহিদ এবং অসীম কুমার কৌশিক
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮ ১৪:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৬ বার।

নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের মতো বগুড়াতেও ২য় বারের মতো পালিত হলো ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৮’। সোমবার সকাল ৯টায় বগুড়া জেলা প্রশাসন,  বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি) এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার যৌথ উদ্যোগে বগুড়া জিলা স্কুলের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। জেলার  সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। দিবসটিতে এবারের প্রতিপাদ্য বিষয় ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’। র‌্যালী শেষে প্রতিপাদ্য বিষয়ের উপর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ওই আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া বিভাগের প্রধান সনাতন চক্রবর্তী , জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার এবং  নিসচা বগুড়ার সভাপতি মোস্তাফিজুর রহমান।

বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা) আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন ‘সড়ক দুর্ঘটনার মূল কারণ তিনটি। এগুলো হলো ওভারস্পিড, ওভারটেকিং ও ওভারলোড। এ ছাড়া গাড়ী চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা ও ট্রাফিক আইন অমান্য করার কারণে দুর্ঘটনা ঘটে। এ পাঁচটি বিষয় রোধ করা গেলে দুর্ঘটনা কমে যাবে। পাশাপাশি দুর্ঘটনা রোধে মানুষের সচেতনতার বিকল্প নেই। মানুষ সচেতন হলেও দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। এ ক্ষেত্রে ট্রাফিক আইন প্রয়োগে সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও আরও কঠোর হওয়ার আহ্বান জানান তাঁরা।'