অনলাইনে মোবাইল নম্বর ফাঁস, জিডি করলেন শবনম ফারিয়া

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৭ বার।

‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার কয়েক জন বিচারককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনা হচ্ছে। তারই জেরে অভিনেত্রী শবনম ফারিয়ার মোবাইল নম্বর ফাঁস হলো অনলাইনে। নিয়মিত হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ তার।

জানা গেছে, মঙ্গলবার পল্টন থানায় জিডি করেন শবনম। এতে মেহেদী হাসান ফরহাদ নামে একজনকে অভিযুক্ত করা হয়েছে। ওই ব্যক্তির কারণে নায়িকা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করার পর থেকে ফেইসবুকে শবনমকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল বেশ কয়েকজন।

কয়েক দিন আগে এ অনুষ্ঠানের কিছু ছবি ও ফুটেজ মেহেদী হাসান ফরহাদ (ফ্রেন্ডস ফর লাইফ) নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। সঙ্গে যুক্ত করা হয় ফারিয়ার ব্যক্তিগত ফোন নম্বরটিও।

অভিনেত্রী জানান, এরপর থেকে অনবরত অপরিচিত নম্বর থেকে ফোন আসতে থাকে। এ ছাড়া মেহেদীর ফেসবুক আইডি থেকে তার নামে মিথ্যাচার করা হচ্ছে।

আরও জানা গেল, হুমকি ও বাজে মন্তব্যের কারণে শবনম ফারিয়া তার ফেসবুক আইডি বন্ধ করে রেখেছেন। এমনকি ফোনও এখন রিসিভ করতে পারছেন না।

এ দিকে রিয়্যালিটি শোটির জন্য আরও সমালোচিত হন নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি ও সাফায়েত মনসুর রানা।