বগুড়া আঃ হক কলেজে তীরের বৃক্ষরোপণ কর্মসূচী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৯৫ বার।

সরকারি আজিজুল হক কলেজ বৃক্ষরোপন কর্মসূচী করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর।  বৃহস্পতিবার সকাল ১১ টায়  নতুন ছাত্রী হোস্টেলে কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী ওই  বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হক , ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক শফী মাহমুদ, তীরের সাবেক সভাপতি মিজানুর রহমান, বর্তমান সভাপতি আরাফাত রহমান সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

তীরের সভাপতি আরাফাত রহমান জানান, নতুন ছাত্রী হোস্টেলের পশ্চিম ও উত্তর দিকে ফলজ গাছের মধ্যে জলপাই, কামরাঙ্গা, ডালিম,পেয়ারা এবং ওষুধি গাছের মধ্যে আমলকি গাছ লাগানো হয়েছে।

এছাড়াও গাছগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যায় তীরের সদস্যদের মাঝে দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।