সোনাতলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত

সোনাতলা উপজেলা (বগুড়া) সংবাদদাতাঃ
প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৮ ১৪:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৩ বার।

নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার বগুড়ার সোনাতলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। সকাল ১১ টায় বর্ণাঢ্য র‌্যালি শেষে স্থানীয় সবুজসাথী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোছাঃ লুৎফুন নাহার,ব্র্যাক ওয়াশ কর্মসূচির ফিল্ড অর্গানাইজার মোঃ শহিদুল ইসলাম ও আইডিই বাংলাদেশ- বগুড়া অফিসের মনিটরিং ও অ্যাডভোকেসি স্পেশালিস্ট মোঃ হাফিজুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জনা খাঁন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শাফিউল ইসলাম, পল্লী উন্নয়ন (বিআরডিবি) কর্মকর্তা হাসানুজ্জামান হাসু,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ আউলিয়া খাতুন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান,আইডিই বাংলাদেশ,বগুড়া অফিসের মোঃ আখতারুজ্জামান, সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিনা বেগম,সবুজসাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে রাব্বী ও সবুজসাথী উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরাসহ অনেকে।

বক্তব্য শেষে উপস্থিত সকলকে হাতধোয়ার কৌশল শেখানো হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল “টেকসই উন্নয়ন স্বাস্থ্য সম্মত স্যানিটেশন।