সান্তাহারে মাদক সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা

আদমদীঘি উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৮ ১২:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৪ বার।

এলাকায় মাদক সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধে  শুক্রবার রাত ৮টায় সান্তাহারে মাইক্রো স্টান্ড এলাকায় পুলিশ সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি থানার  ওসি মনিরুল ইসলাম মনির।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা, পৌর প্যানেল মেয়র জার্জিস আলম রতন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন চন্দন, বগুড়া অটোটেম্পু সিএনজি ও চার্জার মালিক সমিতির সভাপতি নুর ইসলাম, সাংবাদিক জিললুর রহমান প্রমূখ। সভায় এলাকায় মাদক সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধে সকল পেশার ব্যক্তিদের প্রতি আহবান জানানো হয়।