ঢাবি খ ইউনিটের ফল রোববার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ ১৩:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৯ বার।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল রোববার প্রকাশিত হবে।

এদিন দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি এই ফল প্রকাশ করবেন।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসেবে পরীক্ষার প্রায় তিন সপ্তাহ পার হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'গ' ইউনিটের ফল প্রকাশ করা হয় পরীক্ষার ১৪ দিন পর।

এ বছর 'খ' ইউনিটে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারী ছিলো ৪৫ হাজার ১৮জন।