পাটের তৈরি বস্তা ব্যাবহার না করায়

বগুড়ার ফতেহ আলী বাজারে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ ১৫:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯৮ বার।

পাটের তৈরি বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যাবহারের অপরাধে বগুড়ায় পাঁচ প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ৫’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সদরের ফতেহ আলী বাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মণ্ডল ও নাসরিন আক্তারের পরিচালনায় অভিযান চালিয়ে ওই অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় অভিযানে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। 

এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৩ ঘণ্টার ওই অভিযানে পাটের তৈরি বস্তা ব্যাবহার না করায় আদালত 'জিল্লুর স্টোর''র মালিক জিল্লুর রহমানকে ২ হাজার টাকা, 'রিয়াদ হলুদ মিল'র মালিক মোতালেব হোসেনকে ৭ হাজার টাকা, 'ইশা এন্টার প্রাইজ'র মালিক শাজাহানকে ১ হাজার ৫’শ টাকা, 'রবিন স্টোর'র মালিক সুমন কুমারকে ১ হাজার ৫’শ টাকা, 'হাফিজার হলুদ মিল'র মালিক হাসানুজ্জামানকে ১ হাজার ৫’শ টাকা জরিমানা প্রদান করেন।