বগুড়ায় পালিত হলো বিশ্ব হাতধোয়া দিবস

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ ১২:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৮ বার।

বগুড়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে কালেক্টরেট পাবলিক স্কুলে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল বগুড়ার নির্বাহী প্রকৌশলী আনোয়ারুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম এবং কালেক্টরেট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আল মামুন সরদার । 

কর্মসূচীর মধ্যে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার কলা-কৌশল শেখানো হয়। এছাড়াও উপস্থিত সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীদের জীবাণুনাশক ১ টি করে সাবান বিতরণ করা হয়।

পুরো অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে  কালেক্টরেট পাবলিক স্কুল বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেছেন।