রমিছা-বারী-জুলেখা পাঠশালার শিশু-কিশোরদের নিয়ে গাবতলীতে ফল উৎসব

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৮ জুন ২০২১ ১৩:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৫ বার।

রমিছা-বারী-জুলেখা পাঠশালার শিশু-কিশোরদের নিয়ে গাবতলিতে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দোআঁশ সাংস্কৃতিক পরিষদ ও দোআঁশ পাবলিক লাইব্রেরীর আয়োজনে ফল উৎসবে সভাপতিত্ব করেন দোআঁশ সাংস্কৃতিক পরিষদ ও দোআঁশ পাবলিক লাইব্রেরীর সভাপতি কবি ইসলাম রফিক।  শুক্রবার বিকালে কবির গ্রামের বাড়ী বড় সাগাটিয়ায় ফল উৎসবপূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাবতলি সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শাহিনুর রহমান। আলোচনায় অংশগ্রহন করেন বগুড়া লেখক চক্রের সাবেক সাধারণ সম্পাদক ছড়াকার আমির খসরু সেলিম, কবি প্রতত সিদ্দিকী, কবি অরণ্য রাসেল, কবি হিরণ্য হারুন, কবি সজীব মাহমুদ, কবি সাফওয়ান আমি, পড়ুয়ার সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম, উন্নয়নকর্মি মিনহাজুল ইসলাম ও সামাদ প্রামাণিক। ফল উৎসবে রমিছা-বারী-জুলেখা পাঠশালার ৪০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। শিশু-কিশোরদের আম, কাঁঠাল, লিচু, জাম, লটকন, আনারস, খেজুর, ডেও, তালখুরসহ ১৫ জাতের ফল দিয়ে উৎসব পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি  মোঃ শাহিনুর রহমান ও পাড়ার মুরব্বী মোঃ সামাদ প্রাং শিশুদের মুখে ফল তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।