শিরোপা জয়ের পথে আর্জেন্টিনার ১২ গোল, ভিডিওতে দেখুন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২১ ০৭:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৯ বার।

‘মেসি একা আর কী করবে?’- মেসিকে ব্যঙ্গ করে বহুল জনপ্রিয় কথাটি বলার দিন শেষ হলো।

২৮ বছরের খরা কাটিয়ে কোনো বড় টুর্নামেন্টের শিরোপা জিতল আর্জেন্টিনা। মেসি ঘুচালেন তার অপবাদ। আর এই শিরোপা জয়ে মেসির একার অবদান নেই। রয়েছে সামষ্ঠিক প্রচেষ্টা।

মেসি একা একা লড়েই শিরোপা আনেনি। প্রতিটি ম্যাচেই দলের কেউ না কেউ গোল পেয়েছেন। অবশ্য মেসির অবদান সবার চেয়ে বেশি।
 
গোটা টুর্নামেন্টে আর্জেন্টিনা মোট গোল করেছে ১২টি, যার ৯টিতেই জড়িয়ে আছে মেসির নাম।

সেমিফাইনালে তো জয়ের নায়ক ছিলেন গোলরক্ষক এমি. মার্তিনেজ। টাইব্রেকারে কলম্বিয়ার নেওয়া দুটি শট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন তিনি।

স্ট্রাইকার লাউতারো মাটিনেজও খেলেছেন দুর্দান্ত। ৩ গোল করেছেন। বলিভিয়ার বিপক্ষে মেসির এসিস্টে গোল দিতে পেরেছেন আলেক্সান্দ্রো গোমেস ও মার্টিনেজ। ইকুয়েডরের বিপক্ষে সেমিফাইনালে জালের দেখা পেয়েছেন ডি পল ও  মার্টিনেজ। দারুণ এক হেডে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে গোল পেয়েছেন গিদো রদ্রিগেস।

সেই গোলগুলোকে একসঙ্গে করে ভিডিওতে প্রকাশ করেছে কনমেবল।
 
ভিডিওটি দেখুন -