বগুড়ায় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা কে কোথায় ঈদ করলেন

পুণ্ড্রকথা রিপোর্ট:
প্রকাশ: ২৭ অগাস্ট ২০১৮ ১২:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৪৮ বার।

বগুড়ায় ঈদুল আজহার আগে মাঠে নামা সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর নেতাদের অনেক এখনও সক্রিয় রয়েছেন। অবশ্য অন্য দলগুলোর চেয়ে শাসক দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের তৎপরতাই সবচেয়ে বেশি চোখ পড়ছে। কোন কোন এলাকায় প্রচার চালাতে গিয়ে মারামারি-হাতাহাতির মত দুঃখজনক ঘটনাও ঘটেছে। তবে সার্বিকভাবে জেলার রাজনৈতিক ময়দান এখনও শান্ত রয়েছে।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বর্তমান সাংসদ আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান সারিয়াকান্দি উপজেলা সদরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনগণের সঙ্গে নামাজ আদায় করেন। পরে তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলাম নিজ এলাকায় গরু কোরবাণী দিয়েছেন। তিনি ঈদের পরদিন তার নিজ গ্রামের বাড়িতে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। একই দলের মনোনয়ন প্রত্যাশী সোনাতলা পরিষদ চেয়ারম্যান আহসানুল তৈয়ব জাকির তার এলাকায় এখনও গণসংযোগ অব্যাহত রেখেছেন।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পশু কোরবাণী করে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকদের খাইয়েছেন। বর্তমান সাংসদ জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি শরীফুল ইসলাম জিন্নাহ্ তার নিজ এলাকা মহাস্থান নামাপাড়া এলাকায় গরীব ও দুঃস্থদের মাঝে কোরবাণীর মাংস বিতরণ করেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম ঈদের পর দিন তার মালিকানাধীন চালকলে নির্বাচনী এলাকার ১২টি ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ ভোজের আয়েজন করেন।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে মনোনয়ন প্রত্যাশী আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু ঈদের দিন তার বাড়িতে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একইভাবে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মুহিত তালুকদারও। দলীয় নেতা-কর্মীদের নিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন ওই আসনের বর্তমান সাংসদ জাতীয় পার্টি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদারও। বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পদাক হামিদুল হক চৌধুরী হিরু ঈদের দু’দিন পর দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের গ্রামগুলোতে গণসংযোগ করেছেন। দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান খান সেলিমও।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনভুক্ত ১৪টি ইউনিয়ন এবং দু’টি পৌরসভার ১৪৪টি ওয়ার্ডে দলীয় নেতা-কর্মী এবং নানা শ্রেণি পেশার প্রায় ২৮ হাজার মানুষের কাছে ঈদ কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন। একইভাবে শুভেচ্ছা কার্ড বিতরণ করেছেন জাতীয় পার্টি নেতা শাহীন মোস্তফা কামাল ফারুকও। ঈদের পরদিন তিনি দু’টি উপজেলাতেই গণসংযোগ করেছেন। অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতার মধ্যে দলটির জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রাফি পান্না ঈদের পর নীরবে কয়েকটি এলাকা ঘুরে গেলেও প্রকাশ্যে প্রচার চালাতে গিয়ে জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোশাররফ হোসেন ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার সম্মুখীন হয়েছেন। ঈদের পরদিন বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেতাদের গালিগালাজ করার অভিযোগে ওই হামলা চালানো হয়। ওই ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে বিএনপি নেতা মোশাররফসহ কয়েকজনকে আসামী করে মামলাও দায়ের করা হয়েছে।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাংসদ আওয়ামী লীগ নেতা হাবিবর রহমান শেরপুর উপজেলার দুবলাগাড়ী ঈদগাহ মাঠে নামাজ আদায়ের পর মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরদিন তিনি ধুনটের বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয় নেতা কর্মী ছাড়াও সাধারন জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং গরীবদের মাঝে মাংস বিতরন করেন। ওই দলের অপর মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনুও ঈদের দিন দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জানে আলম খোকাও।
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়া কিংবা তার পরিবারের সদস্যদের কেউ একজন প্রার্থী হবেন-এমন কথা দলীয়ভাবে প্রচার করা এখন পর্যন্ত স্থানীয়ভাবে কোন প্রচার-প্রচারণা চোখে পড়েনি। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের কোন তৎপরতা নেই। তবে বর্তমান সাংসদ জাতীয় পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর ঈদের আগে থেকেই নিজ এলাকায় অবস্থান করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ঈদের দিন তিনি তার বাড়িতে নেতা-কর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিএমএ বগুড়া শাখার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু তার নিজ বাড়ী গাবতলী উপজেলার সন্ধাবাড়ী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে জনগনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বর্তমান সাংসদ জাতীয় পাার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আলতাফ হোসেন এবার ঢাকায় ঈদ করায় তার পক্ষে কাউকে মাঠে দেখা যায়নি। তবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু কোলাকোপায় আতপজান ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে জনগনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া তিনি গরীব দুস্থদের মাঝে মাংস বিতরণ করেন। আওয়ামী লীগের অপর মনোনয়ন প্রত্যাশী আসাদুর রহমান দুলু তার নিজবাড়ী শাজাহানপুর উপজেলা ডেমাজানি ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শষে জনগনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দুস্থদের মাঝে কোরবাণীর মাংস বিতরন করেন।