আদমদীঘিতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ধান, গাছপালা ও বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২২ ২০:৩৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১০ বার।

গত ২০ মে শনিবার ভোর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার উপড় দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড় ও বৃষ্টিতে বিভিন্ন এলাকায় উঠতি ইরি-বোরো পাকা ধান,বাড়িঘর ও গাছপালা উপড়ে ব্যাপক ক্ষতি হয়েছে । ঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুটি উপড়ে যাওয়ায়  অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে । উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় শতাধিক ঘরের চালা উড়ে গেছে । ক্ষতি হয়েছে মাটি ও আধাপাকা ঘরবাড়ির । ভেঙে পড়েছে অসংখ্য গাছ। 

 

ভোর রাতে শুরু হওয়া এই ঝড় ও বৃষ্টিপাত ৩০ মিনির্ট স্থায়ী হলেও ঝড়ে গতি বেগ ছিল অনেক বেশি । উপজেলার যে সকল নিচু এলাকায় পাকা ধান ছিল তা বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় কৃষকরা ধান নিয়ে বিপাকে পড়েছে । 

 

সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আজম জানান, ঝড়ে ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনের নিকট রেললাইনের উপড় বট গাছ উপড়ে পড়ায় ট্রেন চলাচল ব্যহত হয় । ভোর চারটা নাগাদ ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে আটকা পড়ে । পরে রেলওয়ে উদ্ধার কর্মিরা রেললাইন থেকে গাছ অপসারন করায় প্রায় ৩০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

পশ্চিম ছাতনীর বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী জানায়, হাটৎ ঝড়ের কবলে তার মাটির ঘরের টিনের ছাউনি উড়ে যায়। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

দুপচাঁচিয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ ব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ারুল ইসলাম জানায়, ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে ।

 

আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের ১৪টি খুটি ভেঙে ছিড়ে গেছে বৈদ্যুতিক তার । অসংখ্য গাছ ভেঙে পড়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে । বিদ্যুৎবিভাগের কর্মিরা সংযোগ চালু করতে কাজ করছে। সন্ধ্যা নাগাদ এলাকায় বিদ্যৎ সরবরাহ চালু সম্ভব হবে।

 

সান্তাহার নেসকো’র নির্বাহী প্রকৌশলী রোকুনুজ্জামান জানায়, নেসকো’র সরবরাহ এলাকায় ঝড়ের কারনে কিছুটা সমস্যা হলেও দুপুর নাগাদ সকল ফিডার চালু করা হয়েছে ।