নিষিদ্ধ রং ব্যবহার এবং বাসি খাবার অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণের অপরাধে
বগুড়ায় ইয়াম ইয়াম ট্রি রেস্টুরেন্টে জরিমানা
স্টাফ রিপোর্টার
নিষিদ্ধ রং ব্যবহার এবং বাসি খাবার অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণের অপরাধে ইয়াম ইয়াম ট্রি নামে এক রেস্টুরেন্টে জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন৷
ইফতেখারুল আলম রিজভী জানান, ইয়াম ইয়াম ট্রি নামে একটি রেস্টুরেন্টে অভিযান চালালে খাদ্যে নিষিদ্ধ রং এবং বাসি খাবার অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে ওই রেস্টুরেন্টে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও জলেশ্বরীতলায় বিভিন্ন কাপড়ের দোকানসমূহকে ন্যায্য মূল্যে কাপড় বিক্রয়, বিদেশী আমদানিকৃত কাপড়ে যথাযথ ঘোষণা প্রদান, ঈদকে পুঁজি করে অধিক মুনাফা না করতে সতর্ক করা হয়।
এর পাশাপাশি সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ, হ্যান্ড মাইকিং করা হয়।