কাহালুতে তিন লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক জিনিসসহ গ্রেফতার ২

কাহালু(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩ বার।

 মঙ্গলবার ভোরে বগুড়ার কাহালু উপজেলার মুরইল এলাকা থেকে তিন লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভিতরের মূল্যবান জিনিসপত্র, মালামাল বহনের অটোসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ।

          গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ জেলার সদর উপজেলার কানুপাড়ার আজিজার রহমান গবরার পুত্র মোঃ সাজ্জাদ হোসেন উদন (৫৭) ও কোমাইগাড়ীর তোফাজ্জল হোসেনের পুত্র মমতাজ আলী (৩০)। 

        কাহালু থানার অফিসার ইনচার্জ জানান, মুরইল এলাকার একটি শক্তিশালী সচল বৈদ্যুতিক ট্রান্সফরমারের শিকলের তালা কেটে ভিতরের অংশের মূল্যবান কয়েলসহ সমস্ত জিনিসপত্র খুলে নিয়ে যাবার পথে গ্রেফতার করা হয় উল্লেখিত দুজনকে।