ট্রেনের নতুন সময়সূচিঃ সকালে দ্রুত বগুড়া আসলেও যাত্রীদের বেশ রাতে ফিরতে হচ্ছে বাড়ি

অসীম কুমার কৌশিক
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৪ ১৯:২৯ ।
বিশেষ
পঠিত হয়েছে ২১১ বার।

বাড়ি রংপুর জেলার মিঠাপুকুরের ঠাকুরবাড়ি। মাঝে মধ্যেই ট্রেনযোগে বগুড়া আসনে চাকরিজীবী ছেলের সাথে দেখা করতে। সময়সূচি পরিবর্তন হওয়ায় এখন বাড়ি ফিরতে অনেক রাত হয় জানালেন বগুড়া স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষারত ষাট বছর বয়সী নূর মোহাম্মদ।

কনকনে শীতে যুবুথুবু হয়ে বগুড়া রেলওয়ে স্টেশনে বসে থাকা নূর মোহাম্মদ বলেন, ‘আমার ছেলে বগুড়া চাকরি করে। তাই মাঝে মধ্যেই ছেলের সাথে দেখা করতে বগুড়া আসি। ট্রেনের সময় পরিবর্তন হওয়ায় বগুড়া আসার সময় এখন খুব তাড়াতাড়ি আসতে পারছি। কিন্তু বাড়ি যাওয়ার ট্রেনের সময় একটু পিছিয়ে যাওয়ায় ফিরতে রাত হয়ে যাচ্ছে।‘

এর আগে ১ ডিসেম্বর থেকে ট্রেনের নতুন সূচি কার্যকর করে বাংলাদেশ রেলওয়ে। এই পরিবর্তনের ফলে ট্রেন ও গন্তব্য বিবেচনায় যাতায়াতে আগের চেয়ে ১০ থেকে ৩০ মিনিট সাশ্রয় হয়েছে জানিয়েছে রেলের প্রধান পরিচালন কর্মকর্তার (সিওপিএস) কার্যালয়। এ ছাড়া কিছু কিছু ট্রেনের স্টেশন ছাড়ার সময়ও এগিয়ে আনা হয়েছে।

রেলের ভাষায় এই সময়সূচিকে ‘ওয়ার্কিং টাইম টেবিল’ বলা হয়। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে নতুন সময়সূচি চালু করা হয়েছিল।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যার পর বগুড়া রেলওয়ে স্টেশনে সরেজমিনে দেখা যায় দুইজন যাত্রী দেয়ালের পোস্টারে ট্রেনের আগের সময়সূচি দেখছেন। কথা হলো তাদের সাথে। ট্রেনের সময়সূচি পরিবর্তনের ব্যপারে আপনারা জানেন না? এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই দু যাত্রী বলেন, ‘আমরা তো জানিনা ট্রেনের সময়সূচি পরিবর্তন হয়েছে। তাই ভুল করে আগের সময়টায় দেখছি।‘

ট্রেনের সময়সূচি পরিবর্তনের বিষয় যাত্রীদের মাঝে প্রচার করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান পুণ্ড্রকথা’কে বলেন, ‘আমরা পি এ সিস্টেমের মাধ্যমে যাত্রীদের এ বিষয়ে জানিয়েছি। এছাড়াও আমাদের স্টেশনের কর্মকর্তাগণ যাত্রীদের এ বিষয়ে অবগত করেছেন। টিকিট নেওয়ার সময় যাত্রীদের সময় পরিবর্তনের ব্যাপারে বলা হচ্ছে। তবে ট্রেনের নতুন সময়সূচি এখন প্রায় সবাই জেনে গিয়েছে।‘

এদিকে ট্রেনের জন্য অপেক্ষারত আমজাদ হোসেন নামের এক যাত্রী বলেন, আমি বোনারপাড়া যাব। বগুড়া শহরে বিল্ডিং'র কাজের জন্য প্রতিদিন আসতে হয়। আগে কাজ শেষ করে বাড়িতে তাড়াতাড়ি ফেরা যেত। কিন্তু এখন বগুড়া আসার সময় দ্রুত আসা গেলেও বাড়ি ফিরতে অনেক রাত হচ্ছে।‘

এদিকে স্টেশনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলো মেহেদী হাসান ও রনি নামে তিন বন্ধু। কথা হলো তাদের সাথে। ট্রেনের সময়সূচি পরিবর্তন নিয়ে তাদের মনোভাব কেমন জানতে চাইলে তারা বলেন, 'ট্রেনের সময়সূচি পরিবর্তনের ফলে সময় সকালে আসার সময় আগে আসা যাচ্ছে। কিন্তু ফিরতি ট্রেন বেশি লেট করে আসার ফলে বাড়ি ফিরতে অনেক দেরি হচ্ছে। তবে অফিসে সময়ের আগেই পৌঁছা যাচ্ছে। এটা অনেক সুবিধা হয়েছে আমাদের জন্য।'

বগুড়া স্টেশন মাস্টার সাজেদুর রহমান বলেন, 'যারা অফিস করেন বা কাজ করেন বিভিন্ন কলকারখানায় ট্রেনের নতুন সময়সূচিতে তাদের জন্য অনেক সুবিধা হয়েছে। এদিকে কলেজ ট্রেনে শিক্ষার্থীরাও নির্ধারিত সময়ের মধ্যেই কলেজে যেতে পারছেন।'

সময়সূচি পরিবর্তনের ফলে বাড়ি ফিরতে অনেক দেরি হচ্ছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। এর জবাবে সাজেদুর রহমান বলেন, 'এ ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি। তবে এই নতুন সূচি সকলের সুবিধার জন্যই করা হয়েছে এবং কম সময়ে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারবেন।'

বগুড়া থেকে কোন ট্রেন কখন ছাড়েঃ 
বগুড়া থেকে ৮ টি আন্তঃনগর, ৪ টি দ্বিতীয় মেইল ও ২ টি লোকাল ট্রেন চলাচল করে। এর মধ্যে ঢাকাগামী দুটি ট্রেন রয়েছে।

বগুড়া ডাউন ট্রেনের সময়সুচিঃ (সান্তাহারের দিকে)

  • সান্তাহারগামী লোকাল ট্রেন (কলেজ ট্রেন) আগে সকাল ৯ টা ১৫ মিনিটে বগুড়া স্টেশন ছাড়লেও এখন ছাড়ে সকাল ৮ টা ৪৩ মিনিটে।
  • সান্তাহারগামী মেইল বগুড়া কমিউটার ট্রেন আগে ছাড়তো সকাল ১০ টা ৩২ মিনিটে। এখন ছাড়ে সকাল ১১ টায়।
  • সান্তাহারগামী দোলন চাঁপা এক্সপ্রেস আগে দপুর ২ টা ৩৮ মিনিটে ছাড়লেও এখন ছাড়ে দুপুর ৩ টা ৬ মিনিটে। 
  • ঢাকাগামী লালমনি এক্সপ্রেস আগে দুপুর ১ টা ৭ মিনিটে বগুড়া স্টেশন ছাড়তো। এখন ছাড়ে দুপুর ১২ টা ৫৪ মিনিটে।
  • ঢাকাগামী রংপুর এক্সপ্রেস আগে রাত ১১ টা ১৭ মিনিটে ছাড়লেও এখন ছাড়ে রাত ১১ টা ২২ মিনিটে।
  • সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেস আগে সন্ধ্যা ৬ টা ৪৪ মিনিটে ছাড়তো। এখন ছাড়ে সন্ধ্যা ৬ টা ৫৭ মিনিটে।
  • সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস আগে রাত ৯ টা ২৪ মিনিটে বগুড়া স্টেশন ছাড়লেও এখন ছাড়ে রাত ৯ টা ৫০ মিনিটে।

বগুড়া আপ ট্রেনের সময়সুচিঃ (বোনারপাড়ার দিকে)

  • লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস আগে ভোর ৪ টা ২৪ মিনিটে বগুড়া স্টেশন ছাড়তো। এখন ছাড়ে ভোর ৪ টা ৩৩ মিনিটে।
  • লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস আগে সকাল ৭ টা ৪৫ মিনিটে ছাড়লেও এখন ছাড়ে ৭ টা ৪৭ মিনিটে। 
  • বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস আগে বগুড়া স্টেশন ত্যাগ করতো সকাল ১০ টা ১০ মিনিটে। এখন সকাল ১০ টা ৫ মিনিটে বগুড়া স্টেশন ত্যাগ করে।
  • দোলনচাঁপা এক্সপ্রেস আগের চেয়ে এখন ১ মিনিট আগে সকাল ১১ টা ৫৪ মিইটে ছাড়ে।
  • লালমনিরহাটগামী মেইল বগুড়া কমিউটার আগে দুপুর ৩ টা ৩৮ মিনিটে ছাড়লেও এখন ছাড়ে দুপুর ৩ টা ৪১ মিনিটে।
  • রংপুরগামী রংপুর এক্সপ্রেস আগের চেয়ে দুই মিনিট পর দুপুর ৩ টা ৫৯ মিনিটে বগুড়া স্টেশন ছাড়ে।
  • বোনারপাড়াগামী লোকাল ট্রেন (কলেজ ট্রেন) আগে রাত ৭ টা ২৩ মিনিটে ছাড়লেও এখন ছাড়ে রাত ৮ টা ১২ মিনিটে।