বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪ ১৮:৩০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৮০ বার।

বগুড়ার অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩ টার দিকে শাজাহানপুর উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের জামাদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম মো. তোহা (১৮)। সে বগুড়ার শাজাহানপুর উপজেলার শালিকা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

 

এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান।

 

স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, হেলমেটবিহীন অবস্থায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলো তোহা, এসময় অটোরিকশা ঘোরাচ্ছিলেন চালক। দুইজনের অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক ও অটোরিকশা চালক উভয়ই। পরে স্থানীয়দের সহায়তায় তাদের শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে মোটরসাইকেল চালক তোহাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

 

ওসি আরো বলেন, নিহত তোহার লাশ শজিমেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনগত পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।