বগুড়ায় জয়যুগান্তরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রেস বিজ্ঞপ্তি
নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক জয়যুগান্তর পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সকালে শহরের মফিজ পাগলার মোড় রোচাস রেস্টুরেন্টের হলরুমে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দৈনিক জয়যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদুজ্জামান নিশাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, এখন টেলিভিশন বগুড়া ব্যুারো প্রধান মাজেদুর রহমান, সাপ্তাহিক সূর্য তোড়ণ পত্রিকার সম্পাদক তাহমিনা পারভীন শ্যামলী, সাংবাদিক প্রতীক ওমর, মাছরাঙা টেলিভিশন বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম প্রমুখ।
বক্তব্যে তারা বলেন, পাঠকপ্রিয় দৈনিক জয়যুগান্তর ৫ বছর পেরিয়ে ৬ষ্ঠ বছরের পদার্পণ করলো। পথচলার কয়েক বছরে বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। পত্রিকাটির অবিচল ধারার সঙ্গে মিশে আছে পাঠক সমাজ। জয়যুগান্তর একদিকে যেমন জনমানুষের জীবন সংকটের খবর পাঠকসমাজের সামনে সাবলীলভাবে তুলে ধরেন, তেমনি দেশের স্বার্থে বহু অসংগতির খবর জয়যুগান্তরের সাংবাদিকদের সাহসী কলমে উঠে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়যুগান্তর পত্রিকা বগুড়া অফিসের শ্রী কল্যাণ, মামুনুর রশিদ মামুন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি, কাহালু প্রতিনিধি নুরুজ্জামান সোহেল, গাবতলী প্রতিনিধি নজরুল ইসলাম, রায়হান রানা, দুপচাঁচিয়া প্রতিনিধি গোলাম মোক্তাদির সবুজ, সারিয়াকান্দি প্রতিনিধি সুমন কুমার সাহা, কাজিপুর প্রতিনিধি নাবিউর রহমান চয়ন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পত্রিকার সম্পাদকসহ আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর প্রতিনিধিদের পক্ষ থেকে সম্মাননা উপহার প্রদান করা হয়।