বগুড়ায় কৃষক দলের সমাবেশ

ধুনট( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৫ ১৭:০২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৫ বার।

বগুড়ার ধুনটে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার গোপালনগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ করা হয়। 

 

গোপালনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে জামানত ছাড়াই ১০০ কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেছিলেন। ফলে ক্ষুদ্র প্রান্তিক কৃষক কৃষি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখেন। বিএনপি সরকার গঠন করলে শস্য বীমা চালু করা হবে। কৃষকের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। 

 

সমাবেশে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, ভিপি পাশা, কৃষক নেতা সামিউল আলম সামি, সাইফুল ইসলাম আকন্দ, ধনুট উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সচিব শাহাদত হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম প্রমুখ।